Skip to main content

Job viewed

বাংলালিংকে ইন্টার্নশিপ করে চাকরি পাওয়ার সকল পথ উন্মুক্ত করে নেয়ার সুযোগ

বাংলালিংক এআইপি আন্ডারগ্র্যাজুয়েট/পোস্টগ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যা পেশাদারী পরিবেশে কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আরও পরিণত করে। এআইপি-এর মূল উদ্দেশ্য হচ্ছে নিচে উল্লেখিত ফলাফলগুলোর মাধ্যমে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান, উভয়পক্ষের জন্য উন্নয়নমূলক একটি পরিবেশ তৈরি করাঃ
শিক্ষার্থীদের জন্য:
  • স্নাতকোত্তর শিক্ষার্থীদের একটি বহুজাতিক কাজের পরিবেশের সাথে নিজেকে পরিচিত করানো এবং বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ সৃষ্টি
  • পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মস্থলে ভূমিকা, কর্তব্য এবং দায়িত্ব বিষয়ে জানার সুযোগ সৃষ্টি
প্রতিষ্ঠানের জন্য:
  • তরুণদেরকে অভিজ্ঞতা অর্জন এবং চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানের ধারণক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা
  • সম্ভাব্য প্রার্থীকে প্রতিষ্ঠানের এন্ট্রি-লেভেলের শূন্য পদের জন্য নিয়োগে সহায়তা করা
আমরা বিশ্বাস করি; কোম্পানির জন্য সবচেয়ে উপযুক্ত, এমন ব্যাক্তিদেরই আমরা নিয়ে আসছি, সেটি এই প্রোগ্রামটি নিশ্চিত করবে এবং সাথে সাথে এই প্রোগ্রামটি তাদের একাডেমিক প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে। এই সার্বজনীন, পারস্পরিক সাহায্যপূর্ণ ইন্টার্নশিপ-এর দৃষ্টিভঙ্গীর কারণে এআইপি সমসাময়িক প্রোগ্রামগুলোর থেকে আলাদা এবং ইন্ডাস্ট্রিতে এই ধরণের ইন্টার্নশিপ প্রোগ্রাম এটিই প্রথম।
এআইপি ইনটেক ও কোয়ালিফিকেশন:
 জানুয়ারি ইনটেকমে ইনটেকসেপ্টেম্বর ইনটেক
অ্যাপ্লিকেশন টাইম ফ্রেম১ নভেম্বর-৩১ ডিসেম্বর১ মার্চ-৩০ এপ্রিল১ জুলাই-৩১ আগস্ট
মূল্যায়ন টাইম ফ্রেম১ ডিসেম্বর-৩১ ডিসেম্বর১ এপ্রিল-৩০ এপ্রিল১ আগস্ট-৩১ আগস্ট
ইন্টার্নশিপ টাইম ফ্রেম১০ জানুয়ারি-৯ এপ্রিল১০ মে-৯ আগস্ট১০ সেপ্টেম্বর-৯ ডিসেম্বর
প্রয়োজনীয় যোগ্যতা:
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট/পোস্টগ্রাজুয়েট
  • ইন্টার্নশিপ ছাড়া সকল ক্রেডিট অবশ্যই শেষ করতে হবে
  • ইংরেজি ভাষায় দক্ষতা
  • কম্পিউটার ব্যবহার ও এমএস অফিস (এমএস এক্সেল)-এ কাজ করার দক্ষতা
  • শেখার আগ্রহ
  • দলগতভাবে কাজ করার সামর্থ্য
কীভাবে আবেদন করবেন:
নিচের ডকুমেন্টগুলোসহ আপনার সিভিটি aip@banglalink.net এ পাঠানঃ
  • সম্পূর্ণ সিভি; যেখানে বাংলালিংকে ইন্টার্নশিপের জন্য আপনি কেন আগ্রহী, আপনার প্রাতিষ্ঠানিক যোগ্যতা, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি ও কাজের অভিজ্ঞতা (যদি থাকে) দিতে হবে
  • সাবজেক্ট লাইনে লিখুন কোন ইনটেক-এর জন্য আপনি আবেদন করছেন
  • মেসেজ বডিতে লিখুন আপনার ডিগ্রি ও মেজর/মাইনর বিষয়ের বিস্তারিত ও বর্তমান সিজিপিএ
এছাড়াও আপনি আপনার প্রতিষ্ঠানের ক্যারিয়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
যোগদানের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট: বাংলালিংকে ইন্টার্ন হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হওয়ার পর কর্মক্ষেত্রে যোগদানের আগে আপনাকে নিচের ডকুমেন্টগুলো প্রদান করতে হবেঃ
  • বিশ্ববিদ্যালয় থেকে ফরওয়ার্ডিং লেটার
  • বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট
  • এইচএসসি/এ লেভেল-এর সার্টিফিকেট ও মার্ক শিট
  • এসএসসি/ও লেভেল-এর সার্টিফিকেট ও মার্ক শিট
  • জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি
  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
ইন্টার্নশিপের অবস্থান:
ইন্টার্নশিপটির কর্মস্থল ঢাকায় বা আমাদের যেকোনো আঞ্চলিক কার্যালয়ে হতে পারে। আপনি আবেদন করার সময় আপনার পছন্দের অবস্থানের কথা জানাতে পারেন। তবে এখানে জেনে রাখুন, ইন্টার্নশিপ-এর কর্মস্থল সাংগঠনিক প্রয়োজনীয়তা এবং আপনার ইন্টার্নশিপ পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে।
ইন্টার্নশিপ প্রোগ্রাম সমাপ্তি:
ইন্টার্নরা তাদের ৩ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করার পরে তারা যে প্রকল্পে নিযুক্ত ছিল সেই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে হবে। সফলভাবে রিপোর্ট জমা দেওয়া এবং রিপোর্টটি মূল্যায়ন করার পর ইন্টার্নশিপ কমপ্লিশন লেটার প্রদান করা হবে।

খুব দ্রুত চাকরি দরকার? তাহলে নিচের বক্সে লিখে সার্চ করুন যেমনঃ Part time job, bank job, ssc job, online job, full time job, daily job এটাই চাকরি পাবার প্রকৃত সিস্টেম। এপ্লাই করতে লিখুন Apply NOW

Popular posts from this blog

HSC পাসেই ২৪০০০ বেতনের নাইট শিফট জব দিচ্ছে এই প্রতিষ্ঠান

ইন্টারন্যাশনাল কল সেন্টার এক্সিকিউটিভ নামক একটি প্রতিষ্ঠান ডিটিএক্স বিজনেস সলিউশনস বিভাগে নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত বিষয়াদি সম্বলিত সার্কুলার প্রকাশ করেছে। কি কি দক্ষতা থাকতে হবে জেনে নিনঃ ইংরেজীতে কথা বলতে পারার উত্তম মৌখিক দক্ষতা থাকলেই তবে আবেদন করুন নতুবা নয়। উল্লেখ্য যে, এই কাজের উপযুক্ততা যাচাইয়ের জন্য আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং কানাডা দেশের উপর ভিত্তিক ব্যবসা বা ভোক্তাদের কল বা মোবাইলে কল দিয়ে করভার্সেশন বা আলোচনা করতে হবে। সুতরাং এটা স্পস্ট যে, আমাদের এই কলিং এর  দলে যোগদানের জন্য ইংরেজি ভাষায় বা ইংলিশে ফ্লোয়েন্টলি অনর্গল কথা বলা বলতে পারা আবশ্যক। জব এই নিচের কনটেক্সটগুলো থাকা চাইঃ গ্রাউন্ড ব্রেকিং ক্যারিয়ার সন্ধান করুন এবং দেশের আমাদের অর্থনীতি গড়ার জন্য নিজেকে একটি সম্পদ হিসাবে গড়ে তুলুন। আপনি ভাল ইংরেজি বলতে না পারলে দয়া করে আবেদন করবেন না। আন্তর্জাতিক কল সেন্টারে অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবে। চাকরির দায়িত্বসমূহ আউটবাউন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে টেলিমার্কেট নাইট শিফট (রাত ৯ টা থেকে ৬ টা) ব্রেক সহ বিদেশে কর্মরত / পড়াশোনা ক...

২০০০০ বেতনে চাকরি দিচ্ছে পদ্মা ব্যাংক - Padma Bank Job Circular 2020

পদের নামঃ Deposit Marketing Executive (DPE) কাজের বিবরণঃ টার্ম ডিপোজিট মবিলাইজ করতে হবে এবং সেলস টার্গেট ফিলাপ করতে হবে। কাস্টমাসের কাছে ব্যাংকের প্রোডাক্টের সম্পর্কে ডেমন্সট্রেশন এবং প্রেজেন্টেশন করতে হবে। ক্রস সেলিং এপ্রোচ এবং কাস্টমারের মধ্যে ইফেক্টিভ সম্পর্ক মেইন্টেইন করতে হবে। সোর্সিং এবং এবং মেনেজিং এর কাজ করতে হবে সার্ভিস রিলেটেড কাজকর্মের। সঠিক সার্ভিস এন্সিউর করতে হবে কাস্টমারকে এবং ডেইলি, মান্থলি এবং সাপ্তাহিক রিপোর্ট প্রিপেয়ার করতে হবে। পদের রিকোয়ারমেন্টঃ ৪ বছরের গেজুয়েশন বা পোস্ট গ্রেজুয়েশন থাকতে হবে যেকোন  ইউ জি সি এপ্রোভট ইউনিভার্সিটি থেকে। নতুনদের এনকারেজ করা হয়েছে এপ্লাই করার জন্য। গুড যোগাযোগের স্কিল থাকতে হবে এবং ফ্লেক্সিবল ও সেলফ ড্রাইভেন এবং ইন্ডেপেন্ডেন্টলি কাজ করার এবিলিটি থাকতে হবে। এবং সেলস টার্গেট পুর্ন করা আবশ্যক। চাকরিস্থলঃ বাংলাদেশের এনিহোয়ার ইন বাংলাদেশ। নেচার এই জবেরঃ কন্টাক্ট ভিত্তিক কাজ এটা। বেতন এবং বেনিফিটঃ মাসিক গ্রোস বেতন ২০০০০ টাকা এবং এট্রাক্টিভ কমিশন প্রদান করা হবে। ২ বছর পর চাকরি পার্মানেন্ট হবার সুযোগ আছে। আবেদনের নি...