ইন্টারন্যাশনাল কল সেন্টার এক্সিকিউটিভ নামক একটি প্রতিষ্ঠান ডিটিএক্স বিজনেস সলিউশনস বিভাগে নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত বিষয়াদি সম্বলিত সার্কুলার প্রকাশ করেছে।
কি কি দক্ষতা থাকতে হবে জেনে নিনঃ
- ইংরেজীতে কথা বলতে পারার উত্তম মৌখিক দক্ষতা থাকলেই তবে আবেদন করুন নতুবা নয়। উল্লেখ্য যে, এই কাজের উপযুক্ততা যাচাইয়ের জন্য আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং কানাডা দেশের উপর ভিত্তিক ব্যবসা বা ভোক্তাদের কল বা মোবাইলে কল দিয়ে করভার্সেশন বা আলোচনা করতে হবে। সুতরাং এটা স্পস্ট যে, আমাদের এই কলিং এর দলে যোগদানের জন্য ইংরেজি ভাষায় বা ইংলিশে ফ্লোয়েন্টলি অনর্গল কথা বলা বলতে পারা আবশ্যক।
জব এই নিচের কনটেক্সটগুলো থাকা চাইঃ
- গ্রাউন্ড ব্রেকিং ক্যারিয়ার সন্ধান করুন এবং দেশের আমাদের অর্থনীতি গড়ার জন্য নিজেকে একটি সম্পদ হিসাবে গড়ে তুলুন।
- আপনি ভাল ইংরেজি বলতে না পারলে দয়া করে আবেদন করবেন না।
- আন্তর্জাতিক কল সেন্টারে অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবে।
চাকরির দায়িত্বসমূহ
- আউটবাউন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে টেলিমার্কেট
- নাইট শিফট (রাত ৯ টা থেকে ৬ টা) ব্রেক সহ
- বিদেশে কর্মরত / পড়াশোনা করা পছন্দ করা হবে
- কোনও অনুপস্থিতি ও দেরীতে অনুমোদিত নয়
- অমুসলিমদের আবেদন করতে উত্সাহ দেওয়া হচ্ছে। (মুসলিমদের ছুটির দিনে কাজ করার জন্য)
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
- HSC, A Level, Bachelor degree in any discipline, Masters degree in any discipline, O Level
- ইংরেজী উত্তত দক্ষতা আমাদের প্রথম শর্ত, আপনি যেই শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডের হন না কেন
- ফ্রেশাররা আবেদন করতে পারেন। (শুধুমাত্র ও লেভেল, এ লেভেল বা ইংরেজীতে উত্তম বক্তাদের জন্য)
- ইংরেজীতে উত্তম দক্ষতাসম্পন্ন না হলে আবেদন করবেন না।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স ১৮ থেকে ৩৫ বছর
- উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
- আন্তর্জাতিক কল সেন্টারে অভিজ্ঞতা (এমসিএ প্রকল্প) থাকলে সেরা অফারের সাথে প্রথম অগ্রাধিকার পাবে।
- ইংরেজীতে উত্তম মৌখিক দক্ষতা আবশ্যক।
- আপনি ভাল ইংরেজি বলতে না পারলে দয়া করে আবেদন করবেন না।
- ইংরেজীতে উত্তম মৌখিক দক্ষতা আবশ্যক।
- এমসিএ প্রকল্পের অভিজ্ঞতা প্রথম অগ্রাধিকার পাবে।
- নাইট শিফটে (রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত) কাজ করতে ভয় থাকা যাবে না
- নারীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
কর্মস্থল
ঢাকা
বেতন
- টাকা. ১৪০০০ - ২৪০০০ (মাসিক )
- বেসিক+দৈনিক সেলস কমিশন, খাদ্য ভাতা, যাতায়াত ভাতা
কোম্পানীর সুযোগ সুবিধাদি
- Performance bonus, Over time allowance, Weekly 2 holidays
- লাঞ্চ সুবিধা: সম্পূর্ণ ভর্তুকি
- বেতন পর্যালোচনা: বার্ষিক
- উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
- যাতায়াত ভাতা (১০০০ টাকা) ও উপস্থিতি বোনাস (১০০০ টাকা)
- আকর্ষনীয় বিক্রয় কমিশন
আবেদনের পূর্বে পড়ুন
পোস্টে সিভি পাঠাবেন না। ইমেইলে প্রেরন করুন নিচের লিংকে ভিজিট করুন https://cre.dtxbusinesssolutions.com
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে
রিজিউমি গ্রহণের উপায়
ইমেইলে প্রেরন করুন নিচের লিংকে ভিজিট করুন https://cre.dtxbusinesssolutions.com